লকডাউনের জেরে ঘর ছেড়ে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়ে চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিক। এবার তাঁদের দুর্দশা কাটাতে তৎপর হোক দেশের সর্বোচ্চ আদালত, এমন আশা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। বুধবারই আদালতে ওই মর্মে আবেদন করেন পোড় খাওয়া ওই কংগ্রেস নেতা। পাশাপাশি সুপ্রিম কোর্ট পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলা গ্রহণ করেছে তার শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার। ওই দিন যাতে আদালত শ্রমিকদের দুর্দশার কথা জানতে একটি বিশেষ দল গঠন করে সেবিষয়েও বুধবার আবেদন করেন কংগ্রেস মুখপাত্র। সুপ্রিম কোর্টে রণদীপ সুরজেওয়ালার দায়ের করা আবেদনে অভিযোগ করা হয়েছে যে, দেশের বিভিন্ন জায়গায় আটকা পড়া পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও যৌথ কমিটি গঠনে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।