পথ দুর্ঘটনা কমাতে গাড়ি-চালকদের প্রশিক্ষণ শিবির জেলা পুলিশের

পথ দুঘটনা কমাতে পুলিশের গাড়ি চালক এবং ট্রাফিক পুলিশকে সচেতন করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। উল্লেখ্য গত কয়েকমাসে বেশ কয়েকটি পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়েছে । ওই দুর্ঘটনাগুলিতে মারা গেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ একাধিক কনস্টেবল ।

জানা গেছে জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে এই শিবিরের আয়োজন করা হয়। পুলিশের গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানার গাড়ি চালকেরা। মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপন মণ্ডল, ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । অতিরিক্ত পুলিশ সুপার জানান, পথ দুর্ঘটনা রুখতেই চালকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্য ট্রাফিক দপ্তরের পাঁচজন বিশেষজ্ঞ দল এই শিবির পরিচালনা করেন।