নোটবন্দিকে সন্ত্রাসবাদী হামলা বলে কটাক্ষ রাহুলের….

নিজস্জব সংবাদদাতা: নোটবন্দির তিন বছর পূর্তিতে মোদি সরকারের ওই সিদ্ধান্তকে সন্ত্রাসবাদী হামলা বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এখনও পর্যন্ত বিচার হয়নি।

২০১৬ সালের ৮ নভেম্বর সেই সময় চালু ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সেই যুগান্তকারী ঘটনার তৃতীয় বার্ষিকীতে রাহুল টুইট করেন, ‘তিন বছর হয়ে গেল নোট   বন্দি, যা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বহু মানুষের প্রাণহানি ঘটিয়েছে, কয়েক লাখ ক্ষুদ্র ব্যবসা মুছে দিয়েছে এূং কোটি কোটি ভারতবাসীকে কর্মহীন করেছে।’

নোটবন্দিকাণ্ডর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে টুইট করেছেন কংগ্রেসের প্রধান দলীয় মুখপাত্র রণদীপ সুরেজওয়ালাও। প্রধানমন্ত্রীকে ‘আজকের তুঘলক’ শিরোপা দিয়ে তাঁর অভিযোগ, ‘১৩৩০ সালে দেশের মুদ্রাকে অচল করেছিলেন সুলতান মহম্মদ বিন তুঘলক। আজকের তুঘলক একই কাণ্ড ঘটিয়েছেন ২০১৬ সালের ৮ নভেম্বর। তিন বছর পেরিয়ে গিয়েছে এবং অর্থনৈতিক ধস ও কর্মসংস্থান হারিয়ে যাওয়ার ফল ভুগছে দেশ। নাশকতাও বন্ধ হয়নি, জাল নোটের কারবারও থামেনি।’

সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা মুডির রিপোর্টে মোদি সরকারের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক রেটিং দেওয়ার উল্লেখ করে সুরেজওয়ালা দাবি করেছেন, নোটবন্দি ‘মনুষ্যকৃত বিপর্যয়’। ওই নীতির তৃতীয় বর্ষপূর্তিতে ক্ষমতায় থাকা নেতৃত্বের ‘নৈঃশব্দ’ সম্পর্কেও কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা।