নেতাজীর সামনে হাটু গেড়ে বসে ক্ষমা চেয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

নেতাজী জয়ন্তীতে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ এনে এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান, পুষ্প অর্পণ এবং হাটু গেড়ে ক্ষমা চেয়ে প্রতিবাদ জানাল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র-যুব সংগঠন। তৃণমূলের অভিযোগ ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টরিয়ায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। এই অভিযোগ এনে ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে এবং পরোক্ষে নেতাজিকে অপমান করা হয়েছে বলে দাবি তৃনমূলের। এরই প্রতীকি প্রতিবাদ স্বরূপ আজ শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পরোক্ষে বিজেপির বিরুদ্ধে প্রতিবাড জানাল এমনটাই জানিয়েছেন জেলার তৃণমূল নেতা কুন্তল রায়।

উল্লেখ্য গত ২৩শে জানুয়ারি কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতার ভিক্টোরিয়ায় নেতাজী সুভাসচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস পালন করে।সে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী,রাজ্যপাল জগদ্বীপ ধনকর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।মুখ্যমন্ত্রীকে ভাষন দিতে বলার জন্য আহ্বান জানাতেই জয় শ্রী রাম ধ্বনি দিতে শুরু করে দর্শকাশন থেকে।এতে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করে আর ভাষন দেননি । তৃনমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্ণয় রায় জানান যে সেদিন নেতাজীর পাশাপাশি শ্রী রাম কেউ অপমান করা হয়েছিল।কারন রামকে দেবতা আর নেতাজীকে আর্দশ মেনে এসেছে।তাই নেতাজীর জন্মদিনে রাম নামে স্লোগান দেওয়া মানে দুজনকে অপমান করা হয়েছে৷তাই তারা বাঙ্গালির আদর্শ নেতাজির কাছে যারা সেদিন ভুল করেছে তাদের হয়ে আজ ক্ষমা চাইলো তারা।