নিসান ইন্ডিয়া প্রযুক্তি-সমৃদ্ধ ও স্টাইলিশ বি-এসইউভি কনসেপ্টের হেডলাইট ও গ্রিলের একটি ঝলক প্রকাশ করল। আগামী ১৬ জুলাই নিসানের গ্লোবাল হেডকোয়ার্টার্সে এইপ্রথম বি-এসইউভি কনসেপ্ট বিশ্বের সামনে পেশ হতে চলেছে। নিসানের গ্লোবাল এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজির উপরে দাঁড়িয়ে নতুন কমপ্যাক্ট এসইউভি তৈরি হয়েছে ভবিষ্যতের যাত্রার জন্য, যাতে রয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ ফিচার-রিচ প্রিমিয়াম অফারিংস। এসব হল নিসান ইন্টেলিজেন্ট মোবিলিটি’র অঙ্গ। বি-এসইউভি হল নিরন্তর উদ্ভাবন ও জাপানিজ টেকনোলজি-সমৃদ্ধ নিসানের গ্লোবাল ইসইউভি ডিএনএ’র পরিচায়ক। এটি তৈরি হয়েছে নিসানের আইকনিক মডেলগুলির ভিত্তিতে, যেমন প্যাট্রল, পাথফাইন্ডার, আর্মাডা, এক্স-ট্রেইল, জিউক, কাশকাই ও কিকস। ভারতে কোম্পানির প্রথম কমপ্যাক্ট বি-এসিউভি’তে প্রতিফলিত হবে নিসান-নেস, যা এমন এক দর্শন যার মাধ্যমে মানুষ নিসানের যুগান্তকারী প্রোডাক্টস ও টেকনোলজির সঙ্গে পরিচিত হবেন।