নিষিদ্ধ আরও ৪৭ টি চিনা অ্যাপ,নজর PUBG তেও

চীন-ভারত সীমা সংক্রান্ত উত্তাপের মধ্যে ভারতে আরো বন্ধ হয়ে গেল ৪৭ টি অ্যাপ। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশের অখন্ডতা, নিরাপত্তা জনিত কারণে নিষিদ্ধ করা হচ্ছে আরো কিছু অ্যাপ। নজর রয়েছে পাবজি তেও।