নির্বাচনের প্রাক্কালে জমির পাট্টা নিয়ে সরগরম শিলিগুড়ি, গৌতম দেবের বিরুদ্ধে সরব অশোক দিলীপ

২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন বিধি ভাঙার অভিযোগ উঠল রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে । আর এ নিয়ে সরগরম শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ। আজ সাংবাদিক সম্মেলন করে গৌতম দেবের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ দিলীপ সিং।

দিলীপ সিংয়ের অভিযোগ নির্বাচনী বিধি চালু হয়ে গেলেও গৌতম দেব তাঁর বিধানসভা এলাকার মানুষকে জমির পাট্টার ফর্ম বিলি করছেন।যা নিতান্তই ভোটের আগে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু নয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ অশোক ভট্টাচার্যও। অশোক এবং দিলীপের অভিযোগ , ২০১০ সালে পুরনিগমের অন্তর্গত ৬৪১ জনের পাট্টা প্রদানের কাজ বাতিল করে দেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। আর এখন সেই মানুষদেরকেই পাট্টার প্রলোভন দেখিয়ে ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি তাদের। শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য অভিযোগ করে বলেন,১০ বছর ধরে গৌতম দেব জমির পাট্টা দেওয়া বন্ধ করে দিয়েছেন। তার আরও অভিযোগ, ২০১০ সালে ৬৪১ জনের জমির পাট্টা দেওয়ার বিষয়ে সরকারের অনুমোদন আসা সহ ডিসিআর কাটা হলেও এই সরকার তা দেয় নি। বরং তাদের না দিয়ে ২০২ জনকে পাট্টা দেওয়ার প্রস্তাব আসে। তিনিও বলেন এভাবে পাট্টা দেওয়া যায় না। সরকারের অনুমোদন লাগে সেই অনুৃোদন আসতে সই লাগে।

এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে গৌতম দেব জানান, নির্বাচনী বিধি চালু হওয়ার অনেক আগে থেকে তিনি পাট্টা দিচ্ছেন। তাঁর আরো দাবি, নিজের আইনবলে যতটুকু সুবিধে দেওয়া যায় মানুষকে ততটুকুই করছেন তিনি।এতে কে কি বলল তাতে কিছু মন্তব্য করতে নারাজ রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।এদিকে এই ঘটনা জানিয়ে ইতিমধ্যে বামফ্রন্টের ফুলবাড়ি-ডাবগ্রামের পর্যবেক্ষক দিলীপ সিং নির্বাচন কমিশন এবং জেলাশাসককে মেইল করে অভিযোগ করেছেন ।