নিম্নচাপের জেরে রাজ্যসহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমগ্র রাজ্যে ফের বৃষ্টি হতে চলেছে। পশ্চিমবঙ্গ ,উড়িষ্যা, ঝাড়খন্ড সহ বিভিন্ন রাজ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া সূত্রের খবর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গেছেউত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। উড়িষ্যা উপকূলে যার প্রভাব সবথেকে বেশি। তার উপর আবার ওড়িশায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশা- ঝাড়খন্ড-গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।