‘নিজের দোষ ঢাকার জন‍্য বা লোক দেখানোর জন‍্য চ‍্যারিটি করতে হয়’

বলিউডে ‘ভাইজান’ বলেই বেশি পরিচিত সলমন খান। বলা হয়, তাঁর কাছে সাহায‍্য চেয়ে কেউ নাকি খালি হাতে ফেরত যায়নি।

কিন্তু এবার তাদের এই বক্তব‍্যকে কাঠগড়ায় তুলছেন স্বয়ং সলমন খান। ভাইরাল হয়েছে অভিনেতার একটি পুরনো ভিডিও যেখানে তিনি নিজে মুখে স্বীকার করছেন যে নিজের দোষ ঢাকতে বা নেহাতই লোক দেখানোর জন‍্য দান করেন তিনি।

ভিডিওতে সলমনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি চ‍্যারিটি কেন করেন। উত্তরে অভিনেতা বলেন, “অনেক কারন আছে। প্রথমত, নিজের থেকে সত‍্যিই ভাল কিছু করতে চাওয়ার ইচ্ছা। দ্বিতীয়ত, নিজের কোনও দোষ ঢাকতে। কিছু ভুল হয়ে গেলে সেটা ঢাকার জন‍্য। তৃতীয়ত, ভয়ের কারনে যে এটা না করলে কৃতকর্মের ফল অন‍্যভাবে ভুগতে হবে। লোক দেখানোর জন‍্য করি, ইমেজ বদলানোর দরকার হলেও করি। আমি সঠিক জানিনা কিসের জন‍্য করি। মাঝে মাঝে লোক দেখানোর জন‍্য করি। আবার নিজের ইচ্ছেতেও করি।”

এই পুরনো ভিডিওটি আবার ভাইরাল হতেই ফের নেটিজেনের ক্ষোভের মুখে পড়েছেন সলমন। তবে অভিনেতার অনুরাগীরা দাবি করছেন ভিডিওটি এডিট করা হয়েছে।