নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী সহ চারজনের সকালে গ্রেপ্তার সন্ধ্যেয় জামিন, উল্লাস তৃনমূল শিবিড়ে

আদালতে ধোপে টিকল না সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্ব। খারিজ হয়ে গেল সিবিআইয়ের আবেদন। আদালতে জোরাল ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত নারদ মামলায় জামিন পেলেন চার হেভিওয়েট রাজনীতিবিদ। সোমবার সকালে গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে সেইসঙ্গে গ্রেফতার করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। এরপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমে সিবিআই – এর বিশেষ আদালতে তাঁদের ভার্চুয়াল শুনানি শুরু হয়। সিবিআই তাঁদের ১৪ দিনের জেল হেফাজত চেয়ে আবেদন জানায় আদালতে। কিন্তু , তাঁদের আবেদন খারিজ করে দেন বিচারক। বিচারক অনুপম মুখোপাধ্যায় ৪ জনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেলেন তাঁরা। তবে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। 

এদিকে, সকালে দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারির পর প্রথমে ফিরহাদ হাকিমের বাড়িতে যান মমতা। সেখান থেকে সরাসরি যান নিজাম প্যালেসে। প্রায় ছয় ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদা মামলায় দলের দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতারির পর একটানা ছয় ঘণ্টা ধরে নিজাম প্যালেসে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আইনের ওপরে ভরসা রয়েছে তাঁর জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্নে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।