নারদা কান্ডে ইডির নোটিশ

নারদা কান্ডে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এই মামলায় তৃণমূলের তিন জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অপরুপা পোদ্দার, সৌগত রায়, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রত্না চট্টোপাধ্যায় এবং বহিষ্কৃত আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকে নোটিশ পাঠাল ইডি। এই ৫ জন নেতা নেত্রী সম্পত্তির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়ে জুলাই মাসে তাঁদের একটি নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই নোটিশের কোন জবাব না মেলায় আবার নোটিশ পাঠানো হল। পাঁচ দিনের মধ্যে তাঁদের নিজেদের এবং পরিবারের যাবতীয় সম্পত্তির হিসেব আয়-ব্যয়ের নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।