নাম ঘোষিত হল বিরোধী দলীয় নেতার

সমস্ত জল্পনার অবসান। বিজেপি হেরে গেলেও জয়ী হলেন শুভেন্দু অধিকারী। অবশেষে রাজ্যের বিরোধী দলনেতা হলেন নন্দীগ্রাম থেকে জয়ী বিধায়ক শুভেন্দু। গত বছর ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার হেস্টিংসে নির্বাচনী কার্যালয়ে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন মুকুল রায়। শুভেন্দু অধিকারীই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী মুখ।

তাঁকেই মনোনীত করল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন৷ প্রসঙ্গত, গত শনিবার দিল্লিতেও বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী৷