শুধু সাধারণ মানুষ নয়, বিপুল পরিমাণ বিল হাতে পেয়েছেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে অভিনেতারাও। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সব মহল। এবার এগিয়ে এলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যতক্ষণ না পর্যন্ত সিইএসসি নতুন বিল পাঠাচ্ছে ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে বিল জমা না দেওয়ার জন্য আবেদন করেন তিনি।
প্রসঙ্গত সোমবার সিইএসসি কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মাত্রাছাড়া বিলের এক একটি উদাহরণ সামনে রেখে জবাবদিহি চাওয়া হয়েছে সিইএসসির থেকে। এরপরেই নতুন করে বিল পাঠাতে রাজি হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই কাজের সময় লাগবে কয়েকদিন। তার আগে কেউ যেন বিদ্যুতের বিল জমা না দেন সেজন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট সময়ের পরে বিদ্যুতের বিল জমা দিলে কোনরকম জরিমানা কাটা হবে না। পাশাপাশি গ্রাহকদের লাইন কাটা চলবে না।
প্রসঙ্গত রবিবার সিইএসসির তরফে জানানো হয়, এপ্রিল-মে মাসের বকেয়া মাশুল দিতে হবে না সাধারণ মানুষকে। পরিবর্তে শুধুমাত্র জুন মাসের বিলের টাকা মেটালেই হবে।