নতুন বছর থেকে সিনেমা প্রতি পারিশ্রমিক একশো তিরিশ কোটি!

বলিউডে অশ্মমেধের ঘোড়া ছোটাচ্ছেন কয়েক বছর ধরে। তাঁর ছবি মানেই সুপারহিট। হ্যাঁ অক্ষয় কুমারের কথাই হচ্ছে । হাতে এখনো রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের কাজ। যেকাজেই হাত দেন সোনায় সোহাগা ! কমেডি থেকে, সিরিয়াস , বা সামাজিক থেকে একশন সমস্ত ছবিতে পারফেকশনিস্ট এর ভূমিকায় দেখতে পাওয়া অক্ষয় কুমার এবার তার পারিশ্রমিক বাড়াতে চলেছেন।

বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক লাফে নিজের পারিশ্রমিকটা অনেকটাই বাড়িয়ে ফেললেন অক্ষয় ! জানা গিয়েছে, এখন থেকে তিনি নাকি ছবি সই করলেই তাঁকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৩৫ কোটি টাকা !