নতুন বছরের প্রথমদিনেই বেঙ্গল সাফারিতে মানুষের ঢল

কোভিড সতর্কতা নিয়েই নতুন বছরের আনন্দে ভাসল শিলিগুড়িবাসী। এদিন বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল ছিল চোখে পড়ার মতো।করোনার প্রকোপ কমতেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এবং আনন্দ নিতে এদিন শিলিগুড়ির উপকণ্ঠে জঙ্গল সাফারিতে ব্যাপক পর্যটকের সমাগম দেখা গেল। নতুন বছরে নতুন উদ্যমে পর্যটক এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে পার্ককেও সাজিয়ে কথা তোলে কর্মীচারীরা । পর্যটকদের কথা মাথায় রেখে বাড়তি পদক্ষেপ নিয়েছিল সাফারি কর্তৃপক্ষ ।

সাফারি পার্কের আধিকারিকরা জানিয়েছেন, পার্কে আসা প্রত্যেকে মাস্ক পরেই অনুমতি দেওয়া হয়। স্যানিটাইজেশন গেট এবং জুতো স্যানিটাইজেশন করেই পর্যটকদের পার্কের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।যাদের মুখে মাস্ক ছিল না, তাদের মাস্কও সরবরাহ করে পার্কের কর্মীরা। নতুন ইংরেজি সালের আনন্দ নিতে বাড়তি সতর্কতার সঙ্গে মানুষের ঢলে খুশি পার্ক কর্তৃপক্ষরা।