নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

“ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ” করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে, প্রধানমন্ত্রী “স্বচ্ছ করব্যবস্থা – স্বচ্ছ করদাতাদের সম্মান” নামক একটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, “করবিভাগের সব কর্মী ও আধিকারিকদের শুভ কামনা জানিয়ে আমি এই নয়া ব্যবস্থার উপর থেকে পর্দা উন্মোচন করছি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হবে।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদানে জটিলতা আরও কমবে। করদাতাদের সুবিধা হবে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস অ্যাপিল ও ট্যাক্সপেয়ার চার্টারের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ কোনও সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ ছাড়াই সমাধান পাবেন করদাতারা। করদানের ক্ষেত্রেও কোনও মধ্যস্থতাকারী থাকবে না। কেন্দ্রের এই পদক্ষেপে করব্যবস্থায় স্বচ্ছতা আসবে।