ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল…

নিজস্ব সংবাদদাতা: ভয়ংকর ভাবে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এখনও পর্যন্ত যা বুবুলের যা গতিবিধি, তাতে পশ্চিমবঙ্গে রেহাই পাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার ভোর রাতে সাগরদ্বীপে আছড়ে পড়বে এই ঝড়। ঝড় মোকাবিলায় কোনও ফাঁক রাখছে না প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর আলিপুরে শুক্রবার জেলাশাসক পি উলগানাথনের নেতৃত্বে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই বুলবুলের সঙ্গে লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি হয়। উপকূলবর্তী সমস্ত বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে সোমবার পর্যন্ত। জেলার উপকূলবর্তী ব্লক এলাকায় প্রায় ৩০০ ফ্লাড সেন্টারকে তৈরি রাখা হয়েছে। সেচ দফতর, বন দফতর, পুলিশ কর্মীদেরকেও পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাওয়ার ও ত্রিপল মজুত রাখা হয়েছে ব্লক ও গ্রাম পঞ্চায়েতে। ঝড়ের সময় সুন্দরবনের ফেরি পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা এলাকায় চলছে মাইকিং। ঝড় আছড়ে পড়ার সময় মানুষজনকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হচ্ছে।