ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

অবশেষে পুলিশের জালে লস্কর-ই-তইবার এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। গতকাল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা থেকে গ্রেফতার হল লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী জাহুর আহমেদ রাথার। ওই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক প্রথম সারির জঙ্গি। পুলিশের দাবি, ওই সন্ত্রাসবাদীর গত বছর কুলগামের ভেসুতে তিন বিজেপি কর্মীকে খুনের পেছনে বড়োসড়ো হাত রয়েছে।