বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও তাপমাত্রা কিছুটা নামবে। উত্তরেও একই অবস্থা।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের থেকেও নেমে যেতে পারে। তবে নভেম্বরের শুরুতে ফের হালকা গরম বাড়বে। এই দুদিন উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরের জেলাগুলিতেও শীত জাঁকিয়ে পড়বে।