ধর্ম নিয়ে রাজনীতির মঞ্চে বড় দাবি নাড্ডার

ফের একবার ধর্মের নাম উঠল রাজনীতির মাঝে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে তার দাবি অনেক আগে থেকেই করে আসছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। হিন্দুত্বের কথা বলে ভোট টানার চেষ্টা করা হয় বলেও দাবি। যদিও বিজেপি তাদের এই অভিযোগে পাত্তা দেয় না বরং তাদের বক্তব্য বিজেপি জিতছে বলেই হিন্দুদের ওপর আরও বেশি করে হামলা করা হচ্ছে। সম্প্রতি রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে একাধিক হিংসার ঘটনা ঘটেছে দেশজুড়ে। সেই সম্পর্কে কথা বলতে গিয়েই এমন তত্ত্ব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

কর্ণাটকের হোসাপেতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই নাড্ডা বলেন, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে বিজেপি বিরাট জয় পেয়েছে নির্বাচনে। সেই কারণেই এখন বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাঁর কথায়, দেশকে বিভাজিত করতেই এমন কাজ করা হচ্ছে। আসলে কর্ণাটকেই হনুমান জয়ন্তী ঘিরে অশান্তির খবর পাওয়া যায়। এক ইন্সপেক্টর সহ ৪ পুলিশ কর্মী জখম হন বলে জানা যায়। এরপরই শহর জুড়ে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। পরে মোট ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাতেও সংঘাতের পরিবেশ খুব একটা শান্ত হয়নি। গোটা বিষয় নিয়েই কংগ্রেস সরকারকে আক্রমণ করে চলেছে বিজেপি।

এদিকে কর্ণাটক বাদে হনুমান জয়ন্তী ঘিরে অশান্তি হয় দিল্লি, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশেও। রাজ্যে রাজ্যে এই হিংসার ঘটনায় প্রায় ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে মোট। এর আগে রাম নবমী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার আগুন জ্বলেছিল। হনুমান জয়ন্তী উপলক্ষে একটি ধর্মীয় মিছিলে পাথর ছোড়ার ঘটনা থেকে সংঘাত শুরু হয়। পরে হিন্দুরাও মিছিল থেকে পাথর ছুঁড়েছে বলে অভিযোগ ওঠে।