দেশব্যাপী ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে। ট্রেড ইউনিয়নের ডাকা আজকের ধর্মঘটে সফল করতে সকাল থেকেই বাম কর্মী নেতাদেরকে শহরের প্রধান সড়কগুলিতে ঝান্ডা হাতে দেখা গেল।কিছু বাম কর্মী সমর্থকদের ঝান্ডা হাতে মল, দোকানে গিয়ে দোকান বন্ধ রাখার অনুরোধ করে পাশাপাশি রাস্তায় টোটো , বাস আটকে দেওয়ার খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে।
অন্যদিকে রাস্তায় সরকারি গাড়ি এবং কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া আর কোনো বাহন দেখা যায়নি। হিলকার্ট রোডে দুএকটি দোকান খোলা থাকলেও বিধানমার্কেট , হংকং মার্কেট, নিবেদিতা মার্কেট সহ সর্বত্র বন্ধের চিত্র দেখা গেল। অপরদিকে সরকারি অফিস আদালত নিয়মমাফিক খোলাই ছিল। এদিন শিলিগুড়ি কলেজে মার্কশিট দেওয়া শুরু হয়। অনেকে কিছু ছাত্র নিজের সাইকেল বাইকে আসে। কিছু ছাত্রের অভিযোগ ধর্মঘটের জন্য যানবাহন প্রায় বন্ধ থাকায় কলেজে আসতে সমস্যায় পড়ে। কিছু গাড়ি সেই সুযোগে বেশি ভাড়া আদায় করে বলেও অভিযোগ।