দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সের মানুষদের ও যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে। এবার দ্বিতীয় পর্যায়েই করোনা ভ্যাকসিন নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সব মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। মোদী জানান, টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে, যাঁরই ৫০ বছরের ঊর্ধ্বে বয়স।

তবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন-এই দুই টিকা ভারতে প্রদান করা হচ্ছে।