দ্বিতীয়বার শিলিগুড়ির বিভিন্ন দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক পুলিশের

দ্বিতীয়বার শিলিগুড়ির বিভিন্ন দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক করল পুলিশ-প্রশাসন। শিলিগুড়ির শিভম প্যালেসে এই বৈঠকের আয়োজন করা হয়।

 এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত পুজো করার কথা বলা হয়েছে এই বৈঠকে। পুজো মন্ডপ করতে হবে খোলাখুলি ভাবে, পুজো প্যান্ডেলে মাস্ক ও স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক , মেলা বসবে না, কোনোরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, পুজো প্যান্ডেলে ভিড় করা যাবে না।এছাড়াও একসঙ্গে বিসর্জনের অনুমতিও থাকছে না
এবার। তৃতীয়া থেকেই দর্শনার্থীরা পুজো প্যান্ডেল পরিদর্শন করতে পারবেন।এরফলে তৃতীয়া থেকেই বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   এদিনের বৈঠকে পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব, যুগ্ম কমিশনার সব্যসাচী রমন মিশ্রা, ডিসিপি হেড কোয়ার্টার জয় টুডু, এসিপি স্বপন সরকার, এসিপি চিন্ময় মিত্তল, এসডিও সুমন্ত সহায়, এসএসবি, বিএসএফ, দমকল, স্বাস্থ্য বিভাগ, পর্যটন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।