কলকাতা: নয়া কৃষি আইন, আলু-পেঁয়াজ থেকে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরোধিতায় বৃহস্পতিবার দেশ জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট পালন করেছে। এই ধর্মঘটের জেরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয় তবে বিশেষ প্রভাব পড়ল না কলকাতায়। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় ছিলেন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ধর্মঘট ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য ছিল রাজ্য সরকারের।
