দেশে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪,৫৩১ জন। সংক্রমণে সুস্থ হয়েছেন ৬০,০৯১ জন। মৃত্যু হয়েছে ১০৯২ জনের। ভারতে এখন সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ। আর মৃত্যুহার ১.৯১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে বুধবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭,৬৭,২৭৩। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৮৬,৫১৪। এ যাবৎ দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২,৮৮৯ জনের। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,৩৭,৮৭০ জন। ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

 এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,০৪,৩৫৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের। সুস্থ হয়েছেন ৪,২৮,৫১৪ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ১,৫৫,৫৭৯।