দেশে সুশান্তের স্বপ্ন স্বার্থক না হলেও বিদেশে স্বার্থক হল তার স্বপ্ন

সুশান্তের শেষ স্বপ্নটা পূরণ হল। অবশেষে তার স্বপ্ন পূরণ করলো নিউজিল্যান্ড বাসি। আজ থেকে ঠিক ২ মাসে আগে ১৪ই জুন মুম্বাই এর বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় তার দেহ। তারপর শুরু হয় সুশান্তের বিচারের লড়াই। সিবিআই তদন্তের দাবিতে উঠে পরে লাগলো গোটা দেশ। আপাতত সুশান্তের মৃত্যুর ভার সিবিআই এর হাতে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস।

সুশান্ত অভিনীত শেষ সিনেমা দিল বেচারা। যেটি সিনেমা হলে মুক্তির তারিখ ছিল ২০ই মে কিন্তু করোনা আবহে লকডাউনের জেরে তারিখ পিছিয়ে গেলো। আর তার মধ্যেই ঘটলো এই দুর্ঘটনা। অবশেষে ২৪শে জুলাই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেলো দিল বেচারা, ভেঙে দিল সমস্ত রেকর্ড।

শেষ স্বপ্ন ছিল তার সিনেমা যেনো বড়ো পর্দায় মুক্তি পায়। অবশেষে নিউজিল্যান্ডে অকল্যান্ডের হোয়োটস সিনেমাতে প্রিমিয়ার হল সুশান্তের দিল বেচারা। সিনেমার শুরুর আগে সুশান্তের জন্য ৩০ মিনিট নিরবতা পালন করে সকলে। নিউজিল্যান্ডে সুশান্ত অনুরাগীদের উদ্যোগে এই মহান কাজ সফল হয়েছে। এই সিনেমা প্রিমিয়ারের সময় উপস্থিত ছিলেন সেখানকার জনপ্রিয় হিন্দি রেডিয়ো চ্যানেল তারানার প্রধান জিলেশ দেশাই।