দেশে একদিনে মৃত্যু সর্বাধিক

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৩৫ হাজার আক্রান্ত বেড়েছে দেশে। আর তার সঙ্গেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ লাখের দিকে এগোচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪,৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। ১৮ জুলাই, শনিবার, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১০,৩৮,৭১৬।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৭১ জনের মৃত্যু হয়েছে, যা এযাবৎ একদিনে সর্বাধিক। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬,২৭৩। ভারতে করোনায় মৃত্যুহার ২.৫৩ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। যত বেশি নমুনা পরীক্ষা করা হবে, তত মৃত্যুহার কমবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন সাড়ে ছ’লাখের বেশি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ১৭,৯৯৪ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৬,৫৩,৭৫১ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬২.৯৪ শতাংশ।