দেশের সব ভ্যাকসিন কোম্পানিগুলি করোনা ভ্যাকসিন তৈরি করুক চান অরবিন্দ কেজরিওয়াল

করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রের কাছে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা ভ্যাকসিনের ফর্মুলা দেশের অন্যান্য ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলিকে দেওয়া হোক, এমনটাই কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বর্তমানে দেশে যে সংখ্যায় ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে তার জোগান দিতে পারছে না দেশের ২ কোম্পানি।

দেশের সব ভ্যাকসিন কোম্পানিগুলি করোনা ভ্যাকসিন তৈরি করুক, দেশে বর্তমানে যে পরিস্থিতি তাতে ভ্যাকসিনের উত্পাদন বাড়াতে না পারলে বাঁচার উপায় নেই। করোনার তৃতীয় ঢেউয়ের জন্যও দিল্লিবাসীদের তৈরি থাকা উচিত বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বর্তমানে ৩০,০০০ করোনা রোগীকে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে। দিল্লির জিটিবি হাসপাতালের কাছে ৫০০ বেডের আইসিইউ কোভিড কেয়ার সেন্টার পশদর্শনে যান তিনি। সেখানে তিনি বলেন, যেভাবে কোভিড মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে আগামীদিনে দ্রুত রোগীর সংখ্যা কমে যাবে।