দুর্গা মন্দির নির্মাণে সাহায্যের হাত মুসলিম সম্প্রদায়ের

হিন্দুর মন্দির নির্মাণে অর্থ সাহায্য মুসলিম সম্প্রদায়ের। এলাকার সম্প্রীতি বজায় রাখতে দুর্গা মন্দির নির্মাণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা অর্থ সাহায্য করছেন বলে জানা গেছে। এমনই বেনজির দৃশ্য দেখা গেল মালদার চাঁচলের সিহিপুর গ্রামে। উল্লেখ্য, চাচোলের সিহিপুর বারোওয়ারি দূর্গা মন্দিরের পুন-নির্মাণের কাজ বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে৷ আর সেই মন্দির নির্মানে আট লক্ষ টাকা বাজেট রয়েছে।সেই টাকা জোগাড়ে এগিয়ে এসেছেন চাঁচলের সিহিপুর এলাকার সংখ‍্যালঘু  সম্প্রদায়ের মানুষেরা। 

সিহিপুরের দূর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে গত রবিবার। এলাকার মানুষের সহযোগিতায় কাজ চলছে জোর কদমে । কিন্তু অর্থের অভাবে কাজ এগোনো যাচ্ছিল না বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক কাজল দাস। ঠিক তখনই এলাকার মুসলিম  সম্প্রদায়ের মানুষ মন্দির নির্মাণের জন্য এগিয়ে আসেন। নির্মানের কাজে সাহায্যের হাত বাড়িতে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷মন্দির কমিটির সদস্য সুভল চন্দ্র সাহা,কাজল দাস জানিয়েছেন, আমাদের মধ‍্যে ভাতৃত্বের  বন্ধন বজায় রয়েছে। মন্দিরের পুনঃ নির্মানে সবাই যে এগিয়ে এসেছেন।