দেশের অর্থনীতিকে স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরিয়ে আনতে লকডাউন আনলক ৫ এ ধীরে ধীরে দেশের সমস্ত ক্ষেত্র খুলে গেলেও এখনো বন্ধ রয়েছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের গেট। অবিলম্বে মঞ্চ খোলার দাবি জানাল শিলিগুড়ি নাট্য মেলা কমিটি। কমিটির সদস্যদের দাবি কোভিড প্রটোকল মেনে সিনেমা, থিয়েটার হল খুলে গেলেও দীনবন্ধু মঞ্চ খোলেনি। ফলে শিলিগুড়ির নাট্যশিল্পী কর্মীরা আর্থিক সমস্যায় পড়েছে। অবিলম্বে মঞ্চ খোলার দাবিতে তারা সাংবাদিক সম্মেলন করে ।
মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি নাট্যমেলা কমিটির সদস্য মিন্টু রাহা জানান প্রতিবছর ১লা জানুয়ারি কলকাতা ও স্থানীয় নাট্য দল গুলির সম্মলিত প্রয়াসে নাট্যমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।কিন্তুু এবার করোনার জন্য তা বন্ধ রয়েছে সে জন্য সমস্ত নাট্য প্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে তিনি বলেন যে ২০২১সালের ১আগষ্ট তারা দশদিন ব্যাপি এক নাট্যমেলার আয়োজন করবে।এই সময় কালের মধ্যে দীনবন্ধু মঞ্চের সমস্ত কাজ শেষ করার জন্য দীনবন্ধু মঞ্চের দায়িত্বে আধিকারিকে তারা স্মারক লিপি প্রদান করবে।