দিল্লি ঘুরে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধি। নয়া দিল্লির সুখদেব বিহার ফ্লাইওভার এলাকায় শনিবার সন্ধ্যায় ঢুঁ মারেন তিনি। মনোযোগ দিয়ে শোনেন সেই এলাকায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, সাদা ফতুয়ার সঙ্গে কালো সুতির প্যান্ট এবং মুখে মাস্ক পরে পরিযায়ী শ্রমিকদের মাঝে বসে ওই কংগ্রেস সাংসদ। মহেশ কুমার নামে এক শ্রমিক বলেছেন, “রাহুল গান্ধিজি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কী অসুবিধা আমাদের জানতে চেয়েছেন। ওকে বললাম, আমরা খিদের জ্বালায় মরছি। কোথাও কাজ নেই। প্রায় দু’মাস আমাদের এভাবেই চলছে।” সেই শ্রমিকের অনুযোগ, “আমারা তিন-চার দিন কাজ করে কত আয় করি? আমাদের কাছে যা টাকা ছিল, খাবার কিনতে শেষ হয়ে গিয়েছে।” তবে রাহুল গান্ধি এসে ওদের অভিযোগ শুনেছেন, সে কারণে কংগ্রেস সাংসদকে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিযায়ী শ্রমিকরা।