দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ

 রাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে এখনো পর্যন্ত ১৩ হাজারের বেশি মামলা সামনে এসেছে আর ৫৫ জনের এই মারক ভাইরাসে মৃত্যু হয়েছে। যদিও এখনো পর্যন্ত ৮ হাজার ২৯৭ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার করোনার সঙ্কট নিয়ে অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী ২৪ জুন করোনা নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সমেত সমস্ত দলগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২২ জুন রাজ্যের অনেক বিরোধী নেতাকে ব্যাক্তিগত ভাবে ফোন করে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠান।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে ওনাকে এই বৈঠকে আসার জন্য আমন্ত্রণ পাঠান। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই বৈঠক আরও আগে ডাকা উচিৎ ছিল। তবে উনি জানিয়ে দেন যে, এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন।

দিলীপ নিজেই জানান যে মুখ্যমন্ত্রী ওনাকে ব্যাক্তিগত ভাবে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। উনি বলেন, মুখ্যমন্ত্রী ওনার শরীর স্বাস্থের খবরও নেন। রাজ্যে করোনা নিয়ে ডাকা এই প্রথম সর্বদলীয় বৈঠকে কংগ্রেস এবং সিপিএম এর নেতারাও উপস্থিত থাকবেন।