দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে লকডাউনের নিষেধাজ্ঞা থেকে। এই পরীক্ষাগুলি নেওয়া যাবে।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে লকডাউনের নিষেধাজ্ঞা থেকে। এই পরীক্ষাগুলি নেওয়া যাবে। বুধবার এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, পরীক্ষার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। তিনি টুইট করে জানান, ‘‘বিরাট সংখ্যক পড়ুয়াদের পঠনপাঠনের পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার।” তবে পরীক্ষার্থী ও বাকিদের বেশ কিছু শর্ত মেনে চলার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। এটা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।