একুশে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটে গেলেও এখনো চলছে দল বদলের পর্ব। ভোটের পূর্বেও চলেছিল দল বদলের পর্ব ভোট মিটে যাওয়ার পরেও একই চিত্র। জল্পনার অবসান। অবশেষে সত্যি হল দল বদলের জল্পনা। কিছুদিন আগেই বিজেপি ছেড়েছিলেন। মুকুল রায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপ তি তপন সিনহা। তপন সিনহার দলবদল নিয়ে মুখে কিছু না বললেও যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তিনি।
বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে দলবদলের জল্পনা শুরু হয়। মুকুল রায়ের তৃণমূলের প্রত্যাবর্তনের দিনই একটি ভিডিও বার্তার মাধ্যমে বিজেপির নেতা-কর্মীদের সম্মান জানান তপন সিনহা। মুকুল রায়কে তাঁর রাজনৈতিক ‘গুরু’ বলেও সম্বোধন করেন। তখনই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল ‘গুরু’ মুকুল রায়ের পথ অনুসরণ করেই ফের তৃণমূলে ফিরতে পারেন তপন সিনহা। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতা-কর্মী। বিধানসভা ভোটে তৃণমূলের ব্যাপক সাফল্যের পর এবার উল্টো-স্রোত।