দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস মহামারি ঠেকাতে হিমশিম খাচ্ছে, তখন কোনো এক জাদুবলে তা আয়ত্তে রাখছে দক্ষিণ কোরিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিশ্বের ১২১টি দেশ দক্ষিণ কোরিয়াকে করোনাভাইরাস পরীক্ষায় সাহায্য করার অনুরোধ করেছে। এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ব্যাপক চাপের মুখে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, চীনের পর সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়ানোর ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায়। দেশটির করোনা বিস্তার রোধে ব্যাপক পরীক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে।