তীব্র হচ্ছে বার্ড ফ্লু

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশ জুড়ে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, হিমাচল প্রদেশে হাঁস, মুরগি, পাখির মৃত্যুতে সংক্রমণের ঘটনা ঘটেছে, সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্র। আগামিকাল কেন্দ্রের তরফ থেকে জানা যায়, যেসব জায়গায় বার্ড ফ্লু ধরা পড়েছে সেসব জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই বারো রাজ্যের কিছু জায়গায় বন্ধ হয়েছে মুরগির দোকান।

উল্লেখ্য দিল্লি, মহারাষ্ট্র, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত সহ পঞ্জাব এই বারো রাজ্যে বার্ড ফ্লুর খোঁজ ,মিলেছে। তাই কেন্দ্রের বিশেষ উদ্যোগে যুক্ত রয়েছে এই বারো রাজ্য৷ তবে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে না বলেই অভয় দিয়েছে প্রশাসন।