মর্মন্তিক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। ভোর রাত তিনটেয় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন তরুণী। তিন হাসপাতালে ধাক্কা খেয়ে শেষে অটোতেই সন্তানের জন্ম দিলেন মা। কিন্তু বাঁচাতে পারলেন না সদ্যোজাতকে। চিকিৎসা না পেয়ে অটোর মধ্যেই মৃত্যু হল শিশুর।
কেসি হাসপাতালের বাইরেই দাঁড়িয়ে ছিল অটোটি। এই হাসপাতালে শেষবারের মতো ভর্তি হতে চেষ্টা করেছিলেন অন্তঃসত্ত্বা তরুণী। কিন্তু বেড নেই বলে ফিরিয়ে দেয় হাসপাতাল। অটোর মধ্যেই প্রসব হয় তাঁর। অভিযোগের আঙুল উঠেছে শ্রীরামপুরা সরকারি হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের বিরুদ্ধেও। তরুণীর পরিবারের অভিযোগ, এই দুই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই অনুনয় বিনয় করেছিলেন তিনি। কিন্তু ফিরিয়ে দেন কর্তৃপক্ষরা।
তরুণীর পরিবার জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টা অটোতে চেপেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন তাঁরা। সামান্য চিকিৎসা পরিষেবাটুকুও মেলেনি। শারীরিক অবস্থার আরও অবনতি হয় অন্তঃসত্ত্বা তরুণীর। অটোতেই প্রসব হয়ে যায় তাঁর। অভিযোগ, বিনা চিকিৎসায় বাঁচানো যায়নি সদ্যোজাতকে। ঘটনায় ক্ষোভের আগুন জ্বলেছে বেঙ্গালুরুতে।