তিন সন্তানের জন্মদিল শীলা, খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে

জন্মাষ্টমীর দিনে খুশির খবর শোনাল বেঙ্গল সাফারি।মা হলো শীলা। শীলা নামে গর্ভবতী বাঘটি জন্ম দিল তিনটি শাবকছানার ।বুধবার ভোরে শিলা তিনটি শাবক সন্তানের জন্ম দেয়।তিনটি বাচ্চাই বর্তমানে সুস্থ আছে।পার্কের ডিরেক্টর ধরম দেও রাই জানান, শাবক গুলো সুস্থ আছে।

আর এই তিনটি নিয়ে এখন মোট ৭টি বাঘ হলো সাফারী পার্কে।বেঙ্গল সাফারির কর্তৃপক্ষ জানিয়েছে, শিলার এই তিন সন্তানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এর আগেও তিনটি বাচ্চা দিয়েছিল শীলা।তার মধ্যে দুটো বেচে আছে।