তিন পুরস্কারে ভূষিত সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড

বিশ্বের তিনটি সর্বোচ্চ সম্মানজনক স্পিরিটস কম্পিটিশনে সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইডের স্বীকৃতিপ্রাপ্তি উদযাপন করছে পার্নড রিকার্ড ইন্ডিয়া। ব্লেন্ডার্স প্রাইড মন্ডে সিলেকশন ২০২০-তে গোল্ড অ্যাওয়ার্ড, দ্য ফিফটি বেস্ট-এ গোল্ড মেডাল ও লন্ডন স্পিরিটস কম্পিটিশন ২০২০-তে ব্রোঞ্জ মেডাল পেয়েছে। 

১৯৯৫ সালে লঞ্চ্‌ হয় প্রিমিয়াম ইন্ডিয়ান হুইস্কি সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড। এটি ব্লেন্ড করা হয় ইন্ডিয়ান গ্রেন স্পিরিট ও স্কটিশ মল্ট থেকে। এতে কোনও আর্টিফিসিয়াল ফ্লেভারিং যোগ করা হয় না। ফাইন হুইস্কি ব্লেন্ডিংয়ের ১৬০ বছরের ঐতিহ্যের ফল এই প্রিমিয়াম হুইস্কি। এই ব্র্যান্ডের বৈশিষ্ট্য – কৃত্রিম গন্ধহীন, গুণমানের অক্ষুন্ন ধারা ও অপূর্ব স্বাদ। এইসব কারণে বছরের পর বছর অগ্রণী ভূমিকায় রয়েছে ব্লেন্ডার্স প্রাইড।

পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা বলেন, সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইডের তিনটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এক গর্বের বিষয়। এর ফলে গ্রাহকদের মধ্যে গ্রহণযোগ্যতা যেমন আরও বাড়বে তেমনই প্রেফার্ড ব্র্যান্ড হিসেবে মার্কেট পোজিশনও ভাল হবে।