তুমি
ভাবনা গুলো যেন শীতের কুয়াশার মতো মায়াময়
কল্পনার আড়ালে ছায়া হয়ে রয়ে যাও তুমি আলোর প্রত্যাশায় ||
হৃদয়ের জগতে বসন্তের হাওয়া স্বর্গের সাথে তুলনীয়, আমি নীরবে তোমার অপেক্ষায় ||
স্মৃতি
কিছু কিছু স্মৃতি যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন মানুষ অসহায়, অব্যক্ত কথা গুলো মনের গভীরে রয়ে যায় অদ্ভুত বিষন্নতায় |
অনুশোচনায় ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি ছুটে যাবো মৃত্যুর আলিঙ্গন ফেলে
আত্মমগ্ন আগুনের ললাটের সৌমতায়|
অস্থিরতা
পরমাণুর মতো কত অস্থিরতা সূক্ষকণায় ভিড় জমাচ্ছে,
অস্থিরতার নেই কোনো চেহারা অদ্ভুত ভাবে এসে শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে তোলে|
অস্থিরতার ঘ্রান মিশে থাকা শরীর টাকে কেটে ফেলা যাবে না,
তবে ভিজে যাবে অযাচিত আঘাতপ্রাপ্ত কোষ গুলির ভগ্নাংশ|
স্টেশন চত্বরে এখনো পথবাতি জ্বলে, শুধুই দূর থেকে বহু দূরে সরে যায় সরল সমীকরণের উত্তর|
বিষাদের দরজায় দাঁড়িয়ে থেকে শেফালী ফুলের গন্ধ শুঁকে যাই,
তাই অযথা প্রয়োজন হয় না ড্রাগের|
ওই দিকে হাঁড়িতে রচনা হচ্ছে পৃথিবী,
এই রাতে অস্থিরতার মৃত্যু ঘটলে আগামীকাল ভাত খেতে পারবো চাল সেদ্ধ হয়ে এলে|