লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন৷ এই নির্বাচনে জল্পনা বাড়ছে পিকের অবস্থান নিয়ে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরের রাজনীতিতে চলছে ঘুঁটি সাজানোর কাজ৷ দিল্লির মসনদ দখলের রণকৌশল ছকতে ব্যস্ত রাজনীতির কুশীলবরা৷ এরই মাঝে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বৈঠকে ঘিরে উস্কে উঠেছে নয়া সমীকরণের জল্পনা৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কেসি বেণুগোপালের সঙ্গে পিকে’র বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷
উল্লখ্য, এ বছরেই রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। তার পর ২০২৪-এর লোকসভা। এর আগে চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ হাতছাড়া হয়েছে পঞ্জাব৷ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সে ক্ষেত্রে আসন্ন দুই রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে দেশের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল৷
গত বছরেও সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে একাধিক বার বৈঠকে বসেছিলেন পিকে৷ সেই বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে জল্পনা সূত্রপাত৷ মনে করা হচ্ছিল কংগ্রেসে যোগ দিচ্ছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। যদিও যাবতীয় জল্পনায় জল ঢেলে শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেননি পিকে। কংগ্রেস সূত্রে দাবি, গান্ধী পরিবারের সামনে কংগ্রেসকে চাঙ্গা করার দাওয়াই পেশ করেছিলেন ভোটকুশলী৷ সেই সঙ্গে নিজের হাতে বিপুল ক্ষমতা রাখতে চেয়েছিলেন৷ যাতে স্বভাবতই রাজি হয়নি গান্ধী পরিবার।
এর পরেও একাধিক বার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন পিকে৷ তবে তা ফলপ্রসূ হয়নি। এমনকী পরবর্তী সময়ে কড়া ভাষায় কংগ্রেসের সমালোচনাও করতে দেখা গিয়েছিল পিকে-কে। নতুন করে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক, পুরনো জল্পনাকেই ফের উস্কে দিল।
পিকে-র ঘনিষ্ঠ সূত্রের দাবি, কংগ্রেস হাই কমান্ডের সঙ্গে বৈঠকে মূলত গুজরাতের ভোট নিয়ে পিকে-র আলোচনা হয়েছে বলে কংগ্রেসের দাবি৷ কিন্তু, এর পাশাপাশি ২০২৪-এর সাধারণ নির্বাচনের উপরেও জোর দিতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়েও পিকে’র সঙ্গে আলোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব৷ যদিও কংগ্রেস সূত্রে দাবি, শুধুমাত্র গুজরাতের নির্বাচনের জন্যই কংগ্রেসের সঙ্গে কাজ করতে চেয়েছেন ভোটকুশলী৷ জানা গিয়েছে, গুজরাতে কংগ্রেস নেতৃত্বের একটা বড় অংশ চাইছে রাজ্য নির্বাচনে কংগ্রেসের রণকৌশল তৈরির দায়িত্ব সঁপা হোক পিকে-র হাতে৷