অনেকদিন ধরেই পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্যায় আলিপুরদুয়ারবাসী। জানুয়ারি মাসে কাজ শুরু হলেও বর্তমানে কাজ থমকে রয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার সাধারণ মানুষকে। ডাম্পিং গ্রাউন্ডের এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার জন্য বিষয়টি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন সৌরভ চক্রবর্তী।
জানা গেছে ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ড। যার কাজ বর্তমানে আবার শুরু হয়েছে। এদিন বিধায়ক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঝের ডাবরী এলাকায় জায়গা পরিদর্শনে যান। বিধায়ক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।