ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডকে উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন।

রেলের সুরক্ষার জন্য বৃহস্পতিবার আরপিএফ কে একটি বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন। জানা গেছে আলিপুরদুয়ার এই মুহূর্তে ডগ স্কোয়ারে মোট তিনটি কুকুর রয়েছে। যার মধ্যে একটি ইতিমধ্যেই অবসর নিয়েছে। এবং অপর একটি অবসরের পথে। রেলের সুরক্ষার জন্য ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডের হাতে এই উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন। জানা গেছে পাকিস্থানে ওসামা বিন লাদেনকে ধরতে এই প্রজাতির কুকুর কে ব্যবহার করা হয়েছিল। আসুন শুনোনি কি বলছেন কে এস জৈন