ঠান্ডায় ভারতীয় জওয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা

লাদাখের ভারত-চিন সীমান্তে চিন সেনাদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই আরও বেশি বেশি করে ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। লাদাখের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে ঠান্ডার সময় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রী পর্যন্ত নেমে যায়। কিছু কিছু জায়গায় আবার ৩০-৪০ ফিট অবধি বরফ পড়ে।

মারাত্মক শীতে সেনাবাহিনীর জওয়ানদের যাতে খুব অসুবিধা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় সেনা। সেই কারণে এবার নতুন এই ঘরগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ, জল, হিটারের বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কোনও আপৎকালীন পরিস্থিতির জন্য পর্যাপ্ত পরিকাঠামো জওয়ানদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরেক অফিসার।