নানা নিয়ন্ত্রণ, বিধি মেনে ঘরোয়া বিমান পরিষেবাও চালু হয়ে গিয়েছে৷ কিন্তু খবর নেই ট্রেনের৷ ট্রেন পরিষেবা যে কবে চালু হবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ বার বার টিকিট বুকিং নিয়েও পরে তা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে আইআরসিটিসি৷ সূত্রের খবর, রেল পরিষেবা চালু হতে পারে অগাস্টের মাঝামাঝি৷ ফের সব যাত্রীদের টিকিট বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল রেল৷
নানা নিয়ন্ত্রণ, বিধি মেনে ঘরোয়া বিমান পরিষেবাও চালু হয়ে গিয়েছে৷ কিন্তু খবর নেই ট্রেনের৷ ট্রেন পরিষেবা যে কবে চালু হবে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ বার বার টিকিট বুকিং নিয়েও পরে তা বাতিল করে যাত্রীদের টাকা ফেরত দিয়ে দিচ্ছে আইআরসিটিসি৷ সূত্রের খবর, রেল পরিষেবা চালু হতে পারে অগাস্টের মাঝামাঝি৷ ফের সব যাত্রীদের টিকিট বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল রেল৷
টাইমস অফ ইন্ডিয়া-র একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার রেল মন্ত্রক একটি সার্কুলার জারি করে৷ তাতে বলা হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে বুক করা সব টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিয়ে দিতে হবে৷ রেলের সব জোনকেই এই নির্দেশ দেওয়া হয়েছে৷
রেল সূত্রের খবর, আরও যে সব ট্রেন এই সময়ের মধ্যে চালানো হবে, তা স্পেশাল ট্রেন হিসেবে গণ্য হবে৷ যেমন এই মুহূর্তে ২৩০টি স্পেশাল মেল ও এক্সপ্রেস চালাচ্ছে রেল৷ এর আগে ৩০ জুন পর্যন্ত ট্রেন পরিষেবা বাতিল ঘোষণা করেছিল রেল৷