টোল প্লাজায় কর্মী-চালক বচসার জের, উত্তেজিত ড্রাইভার চালাল ভাঙচুর

টোল ট্যাক্সকে কেন্দ্র করে উত্তেজনা, বচসা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর চলল নকশালবাড়ি সংলগ্ন হাতিঘিসার টোল প্লাজায়।মুহুর্তের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। জানা গেছে শুক্রবার সকালে একটি গাড়ি নক্সালবাড়ি থেকে বাগডোগরা যাচ্ছিল।ঠিক সেই সময় টোল প্লাজাতে গাড়ি দাড় করানো হয় টাকা নেওয়ার জন্য।কিন্তু টোল প্লাজার ট্যাক্সের টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শুরু হয় বচসা।গাড়ির চালকের অভিযোগ তাকে মারধর করেছে টোল প্লাজার কর্মীরা।তাই তিনি তখন বাগডোগরা গিয়ে চালকদের ডেকে এনে গোটা টোল প্লাজা ভাঙচুর করে।এমনকি গাড়ি যাতায়াতও বন্ধ করে দেয় তারা।

সূত্রের খবর টোল প্লাজায় ফাস্ট ট্যাগ কার্ড না লাগানোর ফলে দ্বিগুন ভাড়া চাইছিল কর্তৃপক্ষ। ড্রাইভাররা অতিরিক্ত কর দিতে রাজি নাহওয়ায় বচসা শুরু হয়। এরপরই কয়েকশো ড্রাইভার এসে টোল প্লাজায় ভাঙচুর চালায় তারা এমনটাই অভিযোগ টোল কর্তৃপক্ষের । টোল কর্তৃপক্ষ থেকে জানা গেছে এলাকার অনেকগাড়ি ফাস্টটাগ না লাগানোর ফলে ঝামেলায় জড়ায় তারা।এছাড়া নির্দিষ্ট কর দিতে না চাওয়ায় এই ঘটনা। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।