দু’টি ডোজ নেওয়ার পরেও ফের করোনা পজিটিভ! এমন ভ্যাকসিন গ্রহীতাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তথ্যভাণ্ডার তৈরি করবে স্বাস্থ্যদপ্তর। জানা হবে টিকা প্রাপকদের লালারসে প্রাপ্ত করোনার মিউটেশন ঘটেছে কি না? আর এই জন্য দরকার গ্রহীতার জীবনচর্যা প্রথম ডোজ নেওয়ার পর যদিও বা মাস্ক বা বারবার হাত ধোয়া অভ্যাস থাকছে। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকেই সব অভ্যাস উধাও। যদিও অন্য রাজ্যের তুলনায় এখানে সেই সংখ্যা অনেক কম। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তথ্য বলছে, রাজ্যে অন্তত ১২ জন দু’টি ডোজ নেওয়ার পরেও কোভিড পজিটিভ হয়েছেন। জ্বর-সর্দির সংক্রমণ থাকায় করোনার আরটিপিসিআর পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট আসছে। যদিও সংক্রমণ অতটা তীব্র নয়।
কিন্তু প্রশ্ন উঠেছে, এমনটাই বা হবে কেন? আর এই ঘটনা জানতে ‘তথ্যভাণ্ডার’ তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তীর বলেছেন যে দু’টি ডোজ নেওয়ার অন্তত ৩-৪ সপ্তাহ পরেই শরীরে প্রোটেক্টিভ ইমিউনিটি তৈরি হয়। করোনার অ্যান্টিবডি তৈরি হয়।স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, দু’টি ডোজ নেওয়ার তিন সপ্তাহ পরেও যাঁরা পজিটিভ হয়েছেন, তাঁদের আরটিপিসিআর পরীক্ষার পর জিনোম সিকোয়েন্স স্টাডি করা হবে। সেই তথ্য স্বাস্থ্য দপ্তরের প্রোটোকল বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন।”
ভ্যাকসিন বিশেষজ্ঞদের অভিমত, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন- দু’টিরই কার্যকারিতা ৭০-৭৫ শতাংশ। অর্থাৎ ১০০ জন টিকা নিলে গড়ে ৩০ জনের ভ্যাকসিন কোনও কাজ করবে না। বাকি ৭০-৭৫ জন টিকা নেওয়ার পাশাপাশি কোভিড প্রোটোকল মেনে চলতেই হবে। স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে কোনও ভ্যাকসিনই একশোভাগ কার্যকর নয়। তাই ৭০-৭৫ জনের মধ্যে দু’টি ডোজ নেওয়ার পরেও পজিটিভ দেখা যায়। আর ঠিক এই কারণেই টিকাকরণের পাশাপাশি গ্রাহক পজিটিভ হলেই তথ্য সংগ্রহ শুরু হয়েছে।