করোনার প্রতিষেধক কোভিশিল্ড টিকা নিলেন উত্তরবঙ্গের কোভিড১৯-এর বিশেষ পর্যবেক্ষক সুশান্ত রায়। এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে কোভিড টিকা নিলেন তিনি। প্রথম পর্যায়ের কোভিড টিকা ইতিমধ্যে দেওয়া শেষ হয়েছে। এই কোভিড টিকা প্রথমে প্রথম সারির কোভিড যোদ্ধাদেরই দেওয়া হচ্ছে। সূত্রের খবর প্রথম পর্যায়ে রাজ্য সহ উত্তরবঙ্গেও টিকা নেওয়ার তালিকায় ডাক্তারদের নাম না থাকায় কোভিশিল্ড টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তবে প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রক নির্দ্বিধায় সেই টিকা নিতে মানুষকে পরামর্শ এবং সচেতন করে।
ডাক্তার সুশান্ত রায় জানান এই এখনও প্রথম পর্যায়ে ভ্যাক্সিন প্রদানের কাজ চলছে। স্বাস্থ্য কর্মীরা একে একে সকলে ভ্যাক্সিন নিচ্ছেন। এই ভ্যাক্সিন নিতে ভয়ের কোন কারন নেই। প্রথম ভ্যাক্সিন নেবার ২৮ দিন পর পুনরায় দ্বিতীয় ডোস নিতে হবে। ফ্রন্ট লাইনার দের টিকাকরনের কাজ শেষ হলেই সাধারন মানুষের মধ্যে টিকাকরনের কাজ শুরু হবে বলে জানান তিনি।