টিকাকরণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে টিকাকরণেই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আর এবার টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আপাতত এখনই ১৮ ঊর্ধ্বদের টিকা নয়। ৪৫ ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজের টিকাকরণ শেষ করে, তবেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার জন্য় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। করোনা অতিমারী মুক্ত বিশ্ব পেতে এখনও অনেক সময় বাকি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত পাল্টে যাবে না পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।