জেলে থাকার মেয়াদ বাড়ল রিয়ার

গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। এরপর তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত তাঁর জুডিশিয়াল কাস্টডির মেয়াদ ছিল।

এবার ফের তাঁর জেলে থাকার মেয়াদ বাড়ল। ৬ অক্টোবর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকবেন রিয়া চক্রবর্তী। বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে। এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল বুধবার এই মামলা শুনানি রয়েছে।